স্পোর্টস ডেস্কঃ
সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য
দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৪ সদস্যের দলের
অধিনায়ক হিসেবে থাকছেন মুশফিকুর রহিম। এই দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন
সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বী ও নুরুল হাসান
সোহান।
সম্প্রতি
ধারাবাহিকভাবে ভালো খেলা শাহরিয়ার নাফীসের জায়গা হয়নি প্রথম টেস্টের দলে।
অটো চয়েজ হিসেবে আগে থেকেই নিশ্চিত ছিলেন তামিম ইকবাল, ইমরুল কায়েস।
টপঅর্ডারে ছিলেন মুমিনুল হক, মুশফিকুর রহিম। সাকিব আল হাসান আর
মাহমুদউল্লাহ রিয়াদও ছিলেন অটো চয়েজ।
আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা।
দলে
রয়েছেন সাব্বির আহমেদ রুম্মান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, কামরুল ইসলাম
রাব্বি, শুভাগত হোম চৌধুরি, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান এবং
রুবেল হোসেন।
প্রথম
টেস্টের স্কোয়াড: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম,
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির আহমেদ রুম্মান, তাইজুল ইসলাম,
শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, শুভাগত হোম চৌধুরি, মেহেদী হাসান
মিরাজ, নুরুল হাসান সোহান এবং রুবেল হোসেন।