স্টাফ রিপোর্টারঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের এক দিন আগেও
নির্বাচন হবে না। আর নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। সে নির্বাচনে বেগম
খালেদা জিয়াকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় তিনি মৌলভীবাজারে একটি
মেডিকেল কলেজ প্রতিষ্টার ব্যাপারে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিনের সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া অনুষ্টানে
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন
সিরাজ, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপি, মোহিবুর রহমান মানিক এমপি, সাবেক
এমপি ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ।
মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিদ্যুৎ সমস্যার সমাধান, জঙ্গিবাদ দমন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুসহ দেশে উন্নয়ন অবকাঠামো গড়ে তুলছেন।
পরে মন্ত্রী মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করে
বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এর আগে বিকেলে সাবেক
সমাজকল্যাণ মন্ত্রী প্রয়াত সৈয়দ মহসিন আলীর কবর জিয়ারত করেন মন্ত্রী।