![]() |
সিলেট রেল স্টেশনে কর্মচারী ও যাত্রীদের বিক্ষোভ (ফাইল ছবি) |
এদিকে, কর্মচারীদের বিক্ষোভে ট্রেন আটকা পড়ায় একপর্যায়ে বিক্ষোভ শুরু করেন ওই ট্রেন দুটির যাত্রীরা। এতে রেল স্টেশন এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে রাত ১১টার দিকে জেলা প্রশাসকসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।
রাত সোয়া ১১ টার পর একেএকে সিলেট রেল স্টেশন ছেড়ে যায় উপবন ও উদয়ন ট্রেন।
সিলেট রেল স্টেশনের ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, সকালে ট্রেনের টিকিট না পেয়ে স্টেশন মাস্টার কাজী শহীদুলসহ রেল স্টেশনের ৪ কর্মকর্তা-কর্মাচারীদের মারধর করা হয়। রাতে এ খবর পেয়ে রেলওয়ের কর্মচারীরা বিক্ষোভ করে। এতে কিছু সময় স্টেশনে দুটি ট্রেন আটকা ছিলো।
এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেন, মারধরের অভিযোগে কর্মচারীরা বিক্ষোভ করেছিলেন। বিষয়টি সমাধানের আশ্বাসে তারা শান্ত হয়েছেন।