খাদিজার সুস্থতা এখন সময়ের ব্যাপার

খাদিজার সুস্থতা এখন সময়ের ব্যাপার
অনলাইন ডেস্কঃ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা বেগম নার্গিসের সুস্থতা এখন সময়ের ব্যাপার বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে এ কথা জানান স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারের পরিচালক মির্জা নাজিম উদ্দিন।
তিনি বলেন, এটা যেহেতু একটি বড় ধরনের ইনজুরি, তার বাম হাত ও পা অবশ, এজন্য চিকিৎসায় সময় লাগবে। আমরা এখন নার্গিসকে যে পদ্ধতিতে চিকিৎসা দিচ্ছি, তাতে অপেক্ষা করতে হবে। নার্গিসের সুস্থতা তাই এখন সময়ের ব্যাপার।
চিকিৎসক জানান, এ ধরনের রোগীকে অবজারভেশনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়ে থাকে। তবে আমরা তাকে নিয়ে আশাবাদি।
খাদিজার ভাই শাহিন আহমেদ জানান, খাদিজাকে গতকাল রোববার যেমন দেখেছিলাম, আজও সেরকম মনে হয়েছে। সোমবার সকালে নার্গিসকে কেক, জুস, পুডিং ও কমলালেবু খেতে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর বিকেলে পরীক্ষা দিয়ে বের হয়ে এমসি কলেজ ক্যাম্পাসে হামলার শিকার হন খাদিজা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম প্রকাশ্যে খাদিজাকে কুপিয়ে গুরুতর জখম করেন। এরপর থেকেই স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খাদিজা।

Post a Comment

Previous Post Next Post