‘ডট বাংলা’ ডোমেইন শুরু বিজয় দিবস থেকে

‘ডট বাংলা’ ডোমেইন শুরু বিজয় দিবস থেকে
অনলাইন ডেস্কঃ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আগামী ১৬ ডিসেম্বর থেকেই ‘ডট বাংলা’ ডোমেইনের কার্যক্রম চালু হবে। এ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় লোকবল ও অবকাঠামো প্রস্তুত শেষ পর্যায়ে।
মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তারানা হালিম বলেন, গত ৫ অক্টোবর ‘ডট বাংলা’ (.বাংলা) ডোমেনের চূড়ান্ত বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। তখন থেকেই এর অবকাঠামো প্রস্তুতের কাজ শুরু হয়।
ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেম (আইডিএন) একটি ইন্টারনেট ডোমেইন নেম সিস্টেম, যা ওয়েব ঠিকানা লিখতে প্রচলিত ইংরেজি ভাষা ছাড়া অন্যান্য ভাষা সমর্থন করে।
বাংলাদেশের পাশাপাশি ভারত সরকারের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং সিয়েরা লিওনও ‘.বাংলা’র জন্য আবেদন করেছিল।
তারানা হালিম বলেন, ‘বাংলাভাষী মানুষ হিসেবে আমরা গর্ববোধ করি, কেননা আমরাই একমাত্র জাতি যারা মাতৃভাষার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রক্ত দিয়েছি। বর্তমানে এটি ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।’
বাংলাদেশের জন্য আইসিএএনএনের স্বীকৃত দুটি ডোমেইনের একটি হলো ডট বাংলা ও আরেকটি হলো ডট বিডি (.বিডি)।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানায়, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ডট বাংলা ডোমেইন এর টেকনিক্যাল কনটাক্ট হিসাবে দায়িত্ব পালন করবে।
বিটিসিএল এর ওয়েবসাইট www.btcl.com.bd এ এখন থেকে ইন্টারনেট ব্রাউজারে অ্যাড্রেস বারে ‘বিটিসিএল.বাংলা’ লিখেও প্রবেশ করা যাবে।

Post a Comment

Previous Post Next Post