কুক চট্টগ্রামে, খেলছেন প্রথম টেস্ট

কুক চট্টগ্রামে, খেলছেন প্রথম টেস্ট
স্পোর্টস ডেস্কঃ সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্যই প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি কুকের। টেস্ট খেলবে কিনা এনিয়েও ছিল শঙ্কা। কিন্তু অবশেষে সেই শঙ্কা কেটে গেছে। মেয়ের মুখ দেখে অবশেষে চট্টগ্রামে পা রেখেছেন কুক। খেলছেন প্রথম টেস্টও।
এর আগে অনুশীলন সারতে গত ৩ অক্টোবর বাংলাদেশে আসেন কুক। এরপর ১০ অক্টোবর দেশে ফিরে যান তিনি।
এদিকে কুক-অ্যালিস দম্পতির ঘরে এসেছে দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান এলসির বয়স ৩ বছর।
২০০৬ সালে টেস্ট অভিষেক হয় কুকের। সে থেকে এখন পর্যন্ত ইংল্যান্ডের কোনও টেস্ট থেকে বাদ পড়েননি তিনি। এখন পর্যন্ত টানা ১৩১টি টেস্ট খেলেছেন কুক।

Post a Comment

Previous Post Next Post