খাদিজার উপর নির্যাতনের প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন

খাদিজার উপর নির্যাতনের প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন
বিশেষ প্রতিনিধি: সিলেট সরকারী মহিলা কলেজের মেধাবী শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের উপর নৃশংস হামলাকারী সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ১০ অক্টোবর সোমবার দুপুরে কুলাউড়া স্টেশন চৌমুহনীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কুলাউড়ার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ইউনাইটেড রয়েল্স ক্লাব। ক্লাবের সভাপতি মাহফুজ শাকিলের পরিচালনায় অনুষ্টিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, উপজেলা জাসদের সভাপতি ও ব্যবসায়ী নেতা মঈনুল ইসলাম শামীম, দি নিউ নেশন প্রতিনিধি, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও ক্লাবের বোর্ড সদস্য এম. মছব্বির আলী, সাপ্তাহিক হাকালুকি পত্রিকার নির্বাহী সম্পাদক ও ক্লাবের বোর্ড সদস্য এম আতিকুর রহমান আখই, ক্লাবের সহ-সভাপতি প্রভাষক মোঃ খালেদ আহমদ, মোশারফ সুমন, সাধারণ সম্পাদক এম আই মুর্শেদ, সদস্য নাজমুল বারী সোহেল। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, দৈনিক মানবকণ্ঠের কুলাউড়া প্রতিনিধি সেলিম আহমদ, ক্লাবের বোর্ড চেয়ারম্যান মোঃ আজাদ আহমদ, বোর্ড সদস্য জাহেদ রহমান, এম এ আলীম, অর্থ সম্পাদক শাহাবউদ্দিন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আহমদ আলী, সদস্য জাবেদ মাহবুব, এম জালাল উদ্দিন খাঁন, তালামীয নেতা রাহাত বখশ, মোঃ আব্দুল্লাহ, ফটো সাংবাদিক হৃদয় আহমদ, সংগঠক আকমল হোসেন তপু প্রমুখ। সভায় বক্তারা সন্ত্রাসী বদরুলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Post a Comment

Previous Post Next Post