বিশেষ প্রতিনিধিঃ
বৃহত্তর সিলেটের কৃতি সন্তান ,জাতির জনকের ঘনিষ্ট সহযোগী,কেন্দ্রীয়
কৃষকলীগের সাবেক সভাপতি ,সাবেক সংসদ সদস্য ,কুলাউড়ার মাটি ও মানুষের নেতা
মরহুম আব্দুল জব্বারের ২৪ তম মৃত্যুবাষিকী উপলক্ষে আব্দুল জব্বার স্মৃতি
সংসদ যুক্তরাজ্য কর্তৃক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টানে মোস্তফা আব্দুল
মালিকের সভাপতিত্বে ও শাহ এমদাদ রুহিনের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত
করেন মৌলানা সৈয়দ মাহমুদ আলী।
সভায়
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি বীর
মুক্তিযাদ্ধা সুলতান মাহমুদ শরীফ, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন
যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সভাপতি সামসুদ্দিন খান, যুক্তরাজ্য
আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান ফারুক ,যুক্তরাজ্য আওয়ামীলীগের
সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দিন ,যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক
আহাদ চৌ, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ড: সাইফুল চৌ:,
বিশিষ্ট সাহিত্যিক গোলাম কবির, সব্ ইউরোপীয় প্রবাসী সভাপতি শাহনুর খান ,
ওয়েলফেয়ার ইউকে সাবেক সভাপতি মিছবাহ কামাল, সভায় আরো উপস্থিত ছিলেন কেমডেন
আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারন
সম্পাদক আহসান আহমেদ, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক
আব্দুর ছুবহান,কুলাউড়া ওয়েলফেয়ার ইউকে সাবেক সভাপতি তাজ ইসলাম , নারী
নেত্রীনাজনীন সুলতানা শিখা, সাবেক কুলাউড়া বি ন পি নেতা অধাপক আব্দুল আহাদ,
সাবেক কুলাউড়া বি ন পি নেতা কমর উদ্দিন জামাল, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের
সাবেক সাধারন সম্পাদক সামসুদ্দিন জামাল, সাবেক কুলাউড়া ছাত্রদল সভাপতি
আব্দুল মুহিত সোহেল (ভিপি), জুড়ী ওয়েলফেয়ারের সাবেক সভাপতি ফারুক আহমেদ,
মতিউর রহমান চৌধুরী (সাংগঠনিক সম্পাদক uk বাংলা প্রেস ক্লাব) বাংলা টিভি
উপস্থাপক নাইম চৌ,ফরহাদ আলম (হিরুল ) একাউন্টেট সৈয়দ আহবাব হোসেন,ইউনাইটেড
কুলাউড়ার আক্তার হোসেন কাজল,সামসুল আলম চৌ, আব্দুল্লা আল মামুন মারুফ, নর্থ
লন্ডন আওয়ামিলীগের যুগ্ন সম্পাদক শাহীন আহমেদ, কুলাউড়া ডিগ্রী কলেজের
সাবেক জিএস জিল্লুর রওশন ,কুলাউড়া ওয়েলফেয়ারের সাবেক সাধারন সম্পাদক আলতাফ
হোসেন , জামাত নেতা আলাউদ্দীন আহমেদ, ওয়েলফেয়ারের সাবেক কোষাদক্ষ রোমান
আহমেদ, সাবেক যুবদল নেতা ফরহাদ আজাদ, আব্দুল জলিল ফারুক, মহম্মদ জালাল
উদ্দিন, মমহম্মদ কয়েস, কামাল আহমেদ, সৈয়দ ফয়জুল ইসলাম, একাউন্টেট মহম্মদ
ইখতেয়ার আহমেদ , যুক্তরাজ্য বিএনপি নেতা ওয়েলফেয়ারের সাবেক সাধারন সম্পাদক
আহবাব হোসেন খান , রুহুল আমিন, ফিরুজ আহমেদ, জুবাইর আহমেদ সেলিম, আব্দুল
জব্বার স্মৃতি সংসদের সদস্য এবাদুর রহমান এবাদ, জাহাঙ্গীর কবির ডাবলু,রোকন
চৌ,মোহিন আহমদ,শাফিকুল ইসলাম মুন্না, শাহীন আহমেদ,আব্দুল আহাদ,মোহিতুর
রহমান চৌ রিপন,কামরান আহমদ, নুমান আহমেদ, ওয়াহিদুজ্জামান ফাহিম,আবু
তাহের,সাইফুল ইসলাম খান,ফখর উদ্দীন,ওলিউর রহমান ফাহিম চৌধুরী, লুৎফুর রহমান
রিপন,আরাফাত খছরু, প্রমুখ উপস্থিত ছিলেন |
বক্তারা
মরহুমের বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোচনা করেন আলোচনায়, প্রধান অথিতি সুলতান
শরীফ তার বক্তব্যে বলেন মরহুম আব্দুল একজন সৎ নিষ্টাবান মানুষ ছিলেন, তিনি
শুদু আওয়ামীলীগ এর নেতা ছিলেন না, তিনি সর্ব দলীয় নেতা ছিলেন, তিনি আরো
বলেন বর্তমান সময়ে মরহুম আব্দুল জব্বার এর মতো নেতার অনেক প্রইয়োজন. তিনি
আশা করেন তার পুত্র কামরুল ইসলাম পিতার পথ অনুসরণ করে দেশ ও জনগণের কল্লানে
কাজ করবেন.বিশেষ অতিথির বক্তব্যে কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন
সম্পাদক ড: সাইফুল চৌ: বলেন আব্দুল জব্বার শুদু আওয়ামিলীগের নেতা ছিলেন না,
তিনি দল মত নির্বিশেষে গণ মানুষের নেতা ছিলেন |সভা শেষে মরহুমের আত্মার
মাগফিরাত কামনা করে দুয়া পরিচালনা করেন মৌলানা মোহাম্মদ আহসান আহমেদ।
#বিজ্ঞপ্তি