আমিন জাহানঃ দেশের সবচেয়ে জমকালো টি-২০ টুর্নামেন্টের বিপিএলে দল পেয়েছেন সিলেটের ৫ তারকা ক্রিকেটার। আগামী ৪ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার অনুষ্ঠিত হয় প্লেয়ার বাই চয়েজ। এদিনই চূড়ান্ত হয় বিপিএল চতুর্থ আসরের খেলোয়াড় ড্রাফট। সাত ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস, বরিশাল বুলস, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংস নিলামের মাধ্যমে খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে।
এদিন নিলামে সিলেটের ৫ তারকা ক্রিকেটার ৪টি দল খুঁজে পেয়েছেন। অন্য তিন দল সিলেটের কোন ক্রিকেটারকে দলে নেয়নি। নিলামে দল পাওয়া সিলেটি খেলোয়াড়রা হলেন- আবুল হাসান রাজু ও ইবাদত হোসেন (রাজশাহী কিংস), অলক কাপালি (খুলনা টাইটানস), নাবিল সামাদ (কুমিল্লা ভিক্টোরিয়ানস) এবং জাকির হাসান (চিটাগং ভাইকিংস) ।