স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের একটি মসজিদের মিনারা তৈরির সময় পড়ে গিয়ে কামাল মিয়া (৩০) নামক এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে বুধবার আড়াইটায় জানাযা শেষে তার লাশ দাফন করা হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে কর্মধা ইউনিয়নের মধ্য হাশিমপুর জামে মসজিদের মিনারা নির্মাণের কাজ করার সময় পৃথিমপাশা ইউনিয়নের হাসামপুর গ্রামের হাসান আলীর পুত্র কামাল মিয়া। কাজ করার সময় অসতর্কতা বসত প্রায় ৩৫ ফুট উচু মিনারা থেকে নিচে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান কামাল। খবর পেয়ে রাতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে বুধবার তার লাশ দাফন করা হয়।
এ ব্যাপারে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিনয় ভূষণ রায় জানান, এঘটনায় কুলাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ জেলা জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে দাফন করা হয়েছে।