স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের আলহাজ্ব সহরবান খাতুন হাফিজীয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে আল-আইন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও রাশীদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসাইন আনুর অর্থায়নে মাদ্রাসা ছাত্রদের মধ্যে পাগড়ী প্রদান করা হয় ১৮ অক্টোবর মঙ্গলবার।
এসময় উপস্থিত ছিলেন হাসিমপুর আহমদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস ছাত্তার,রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেস্টা ও সীমান্ততের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন,কাদিপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সালাম আহমদ বাপ্পী, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ দেলোয়ার হেসেন, সহকারী শিক্ষক হাফেজ বদরুল ইসলাম, ব্যবসায়ী পারুল মিয়া, সীমান্তের ডাকের অফিস সহকারী তসিম হাসান।