স্কার্ফ পরে ইরানের মাঠে রাশিয়ার নারী ফুটবল দল

স্কার্ফ পরে ইরানের মাঠে রাশিয়ার নারী ফুটবল দল
স্পোর্টস ডেস্কঃ রাশিয়ার নারী ফুটসল দল (মাঠ ছোট করে ফাইভ সাইড ফুটবল খেলার পোশাকী নাম ফুটসল) দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য এখন ইরানে অবস্থান করছে। দেশটিতে পা রাখার পরই তারা ইসলামী পোশাক পরা শুরু করেছেন এবং এ পোশাকেই তারা মাঠে নামবেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানে মাথা আবৃত করা পোশাক বাধ্যতামূলক। বাইরের দেশ থেকে কোন নারী ইরানের বিমানবন্দরে নামার পর থেকে এ আইনটি মেনে চলেন। ইরানের ইসলামী বিপ্লবের পর থেকে মুসলিম-অমুসলিম সব নারীকেই সফরে গেলে স্কার্ফ, ওড়না কিংবা শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে ইরানে প্রবেশ করতে হয়।

Post a Comment

Previous Post Next Post