হাকালুকি হাওরে ৩ হাজার মিটার জাল জব্দ

হাকালুকি হাওরে ৩ হাজার মিটার জাল জব্দ
বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরের পলোভাঙা বিল এলাকায় সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অভিযান চালিয়ে নিষিদ্ধ ১ হাজার মিটার কারেন্ট জাল ও ২ হাজার ২’শ মিটার নেট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে জেলেরা জাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে জব্দকৃত ৩ হাজার দু’শ মিটার জাল হাওরের কাননগোবাজার এলাকায় পুড়ানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন। এসময় উপজেলা মৎস কর্মকর্তা আবু ইউসুফ, এসআই অমিতাভ দাস তালুকদার, স্থানীয় ইউপি সদস্য শাহীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post