ছাড়া পেলেন মাশরাফির চার ভক্ত

ছাড়া পেলেন মাশরাফির চার ভক্ত
অনলাইন ডেস্কঃ নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে মাঠে প্রবেশ করে মাশরাফিকে জড়িয়ে ধরা সেই ভক্তকে ছেড়ে দিয়েছে পুলিশ। সঙ্গে তার তিন বন্ধুকেও ছেড়ে দেয়া হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে তাদের ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন মিরপুর থানার ডিউটি অফিসার এসআই অজিত রায়।

শনিবার (০১ অক্টোবর) রাতে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচের শেষ নাগাদ মেহেদী হাসান নামের ওই ভক্ত ছুটে গিয়ে মাশরাফিকে জড়িয়ে ধরেন।  এসময় নিরাপত্তারক্ষীরা ছুটে এসে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মাশরাফি নিজেই তাদের হাত দিয়ে সরিয়ে দেন। ‘আমি ব্যাপারটা দেখছি’ এরকম ইঙ্গিত করেন তিনি। পরে পুলিশ তাকেসহ তার তিন বন্ধু মারুফ, রাফি ও আবির হোসেনকে আটক করে মিরপুর থানায় নিয়ে যায়

Post a Comment

Previous Post Next Post