টেস্ট অভিষেকে পাঁচ উইকেট শিকারে মিরাজ সপ্তম

টেস্ট অভিষেকে পাঁচ উইকেট শিকারে মিরাজ সপ্তম
স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলো ছড়ানোর পরই আলোচনায় ছিলেন মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলে অভিষেকটা হচ্ছে তার। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের স্কোয়াডে জায়গা না হওয়ার আন্তর্জাতিক ক্রিকেটে পথচলাটা একটু বিলম্ব হয় মিরাজের। তবে খুব বেশি নয়। এই ইংলিশদের বিপক্ষেই তার অভিষেক হলো, টেস্ট ক্রিকেট দিয়ে। আর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচেই (টেস্টে) পাঁচ উইকেট উইকেট দখলে নিলেন মিরাজ।

এর মধ্য দিয়ে সপ্তম বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট অভিষেকেই পাঁচ উইকেট নেয়ার অনন্য কীর্তি গড়লেন তিনি। এর আগে বাংলাদেশের পক্ষে অভিষেক টেস্টেই পাঁচ উইকেট নিয়েছিলেন নাইমুর রহমান দুর্জয়, মঞ্জুরুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইলিয়াস সানি, সোহাগ গাজী ও তাইজুল ইসলাম।

আর তৃতীয় অফস্পিনার হিসেবে এই কীর্তি গড়লেন মিরাজ। আগের দুজন অফস্পিনার হলেন নাইমুর রহমান দুর্জয় ও সোহাগ গাজী। এই সাতজন বোলারের মধ্যে একমাত্র পেসার হিসেবে অভিষেক টেস্টে পাঁচ উইকেট পেয়েছিলেন মঞ্জুরুল ইসলাম। বলার অপেক্ষা রাখে না যে, বাকিরা স্পিনার।

Post a Comment

Previous Post Next Post