মৌলভীবাজারে কম্পিউটার মেলার উদ্বোধন

মৌলভীবাজারে কম্পিউটার মেলার উদ্বোধন
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার কম্পিউটার এসোসিয়েশন (এমসিএ) এর উদ্যোগে দিনব্যাপী কম্পিউটার মেলার উদ্বোধন করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর শনিবার সকালে মৌলভীবাজার শহরের পৌর জনমিলন কেন্দ্রে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।
কম্পিউটার এসোসিয়েশন (এমসিএ) এর সভাপতি সাগর আহমদ নিজাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর আহমদ এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, কম্পিউটার এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অধ্যাপক্ষ সৈয়দ মুজিব রহমান।
মেলা সকাল থেকে রাত ৮ পর্যন্ত চলবে এবং ১০ টি ষ্টল স্থান পেয়েছে। মেলায় যে কোনো পন্য ক্রয় ও বুকিং এর ক্ষেত্রে বিশেষ ছাড় দেয়া হয়েছে। মেলার ষ্টল থেকে পন্য ক্রয়ের উপর র‌্যাফেল ড্র ও পুরস্কার রয়েছে।

Post a Comment

Previous Post Next Post