কোরবানির ঈদেও ছুটি বাড়িয়েছেন প্রধানমন্ত্রী

কোরবানির ঈদেও ছুটি বাড়িয়েছেন প্রধানমন্ত্রী
অনলাইন রিপোর্টারঃ রোজার ঈদের মতো এবারের আসন্ন কোরবানির ঈদেও নির্বাহী আদেশে ঈদের ছুটি একদিন বাড়িয়েছেন প্রধানমন্ত্রী। এর ফলে পবিত্র ঈদুল আজহায় নির্ধারিত তিন দিন ছুটির সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে আরও এক দিন যুক্ত হওয়ায় এবার টানা ছয় দিনের অবকাশ মিলে গেছে সরকারি চাকুরেদের। মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হওয়ার পর সোমবার দুপুরে নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণার তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক জানিয়েছেন, ঈদে মানুষের ঘরে ফেরার সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী আদেশে ১১ তারিখ ছুটি ঘোষণা করেছেন। তবে এর বদলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২৪ সেপ্টেম্বর অফিস করতে হবে।

এর আগে সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে ১১ ও ১৫ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব দেওয়া হয়। এ দুই দিনের পরিবর্তে আগামী ১৭ ও ২৪ সেপ্টেম্বর শনিবার সরকারি অফিস খোলা রাখার প্রস্তাব দেওয়া হয়। তবে এখন শুধু ১১ সেপ্টেম্বর ছুটি থাকবে। ওই দিনের অফিস করতে হবে ২৪ সেপ্টেম্বর। এর ফলে ৯ ও ১০ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটির সাথে ১১ সেপ্টেম্বর নির্বাহি আদেশে ছুটি এবং ১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর ঈদের ছুটি। সব মিলিয়ে টানা ছয় দিনের ছুটি। আর অফিস খোলবে ১৫ সেম্টেম্বর বৃহস্পতিবার। ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

উল্লেখ্য, গত ৭ জুলাই উদ্‌যাপিত ঈদ-উল ফিতরের আগে ৪ জুলাই একদিন অফিস খোলা থাকায় ওই দিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। এর পরিবর্তে সাপ্তাহিক ছুটির দিন ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখা হয়। ওই ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা নয়দিনের ছুটি ভোগ করেন।

Post a Comment

Previous Post Next Post