কুলাউড়ায় মোবাইল কোর্টে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা

কুলাউড়ায় মোবাইল কোর্টে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলমগীর হোসেন এর নেতৃত্বে র‌্যাব-৯ এর সহযোগিতায় বৃহস্পতিবার কুলাউড়া শহরে ও রবিরবাজারে পৃথক পৃথক মোবাইল কোটের্র অভিযান পরিচালনা করে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায় কুলাউড়া শহরে অভিযান চলাকালে কুলাউড়া পলি ক্লিনিকে অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি না থাকার অপরাধে ৫ হাজার টাকা ও সেইফ মেটারনিটি এন্ড সার্জিক্যাল ক্লিনিকে প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকাসহ অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ন ঔষধ পাওয়ার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা এবং পৃথিমপাশার রবিরবাজারে মেয়াদোত্তীর্ন ঔষধ রাখার অপরাধে জনতা ফার্মেসী ২০ হাজার টাকা,আজাদী মেডিকেল হল ১৫ হাজার টাকা ও লেমন ফার্মেসী ১০ হাজার টাকাসহ মোট ৫৩ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় অংশ নেন র‌্যাব-৯ এর এএসপি খোরশেদ আলম,কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মহি উদ্দিন আলমগীর,উপজেলা ভুমি অফিসের অফিস সহায়ক এ এইচ এম সাহেদুজ্জামানসহ র‌্যাব ফোর্স।

Post a Comment

Previous Post Next Post