তাসকিন-সানির বোলিং অ্যাকশন বৈধ

স্পোর্টস ডেস্কঃ তাসকিন-আরাফাত সানির বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ বাংলাদেশের এই দুই ফাস্ট বোলারের বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ।
এর ফলে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজে খেলতে আর কোন বাধা থাকলো না তাসকিন আহমেদের। এই ঘোষণার মধ্য দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ঘোষিত প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দলে ঢুকে পড়ার সম্ভাবনা মজবুত হল তাসকিনের। তবে আরাফাত সানি এখন জাতীয় দলের পুলে নেই। তবুও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে খেলার অধিকার ফিরে পেয়েছেন তিনি।
উল্লেখ্য, এই দুই টাইগার বোলারকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করেছিল আইসিসি। বিশ্বকাপের ম্যাচের সময় আম্পায়াররা তাদের অ্যাকশন অবৈধ বলে সন্দেহ করেন। এরপর ওই দুই বোলার চেন্নাইয়ে পরীক্ষা দিলে সেখানে নিষিদ্ধ হন। পরবর্তীতে এই মাসের প্রথম সপ্তাহে দুজন অস্ট্রেলিয়া যান। সেখানে ব্রিজবেনের ল্যাবে অ্যাকশনের পরীক্ষা দেন। তারপরই আজ আইসিসি এই ঘোষণা দিল।

Post a Comment

Previous Post Next Post