সার্ক সম্মেলনে পাকিস্তান যাচ্ছে না বাংলাদেশ

সার্ক সম্মেলনে পাকিস্তান যাচ্ছে না বাংলাদেশ
অনলাইন ডেস্কঃ আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে পাকিস্তান যাচ্ছে না বাংলাদেশ। এ বিষয়ে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত সার্ক সচিবালয়ে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সম্মেলনে ভারত, আফগানিস্তান ও ভুটানও অংশ নিচ্ছে না বলে ভারতের গণমাধ্যমগুলো খবরে জানিয়েছে। তবে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের অংশগ্রহণের বিষয় সম্পর্কে কিছু জানা যায়নি। আগামী নভেম্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।
সম্প্রতি কাশ্মিরের উরিতে সন্ত্রাসী হামলায় ভারতের ১৮ সেনা নিহতের ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। চলমান এ উত্তেজনার কারণেই ভারত সার্ক সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে ইসলামাবাদে সার্ক সম্মেলনে অংশ নিতে অসমর্থ ভারত সরকার।
তবে চার দেশের সার্ক সম্মেলেন অংশ না নেয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি পাকিস্তান। উল্লেখ্য, ১৯৮৫ সালে সার্ক গঠিত হয়।

Post a Comment

Previous Post Next Post