স্টাফ
রিপোর্টারঃ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ। এ বছর দিবসটির প্রতিপাদ্য
‘অতীতকে জানব, আগামীকে গড়ব’। এবার বিশ্বব্যাপি আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের
সুবর্ণজয়ন্তী পালিত হবে। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথমবারের মতো
সাক্ষরতা দিবস উদযাপিত হয়।
বিশ্বের
অন্যান্য দেশের মতো সরকারি ও বেসরকারি নানা কর্মসূচির মধ্য দিয়ে
বাংলাদেশেও এ দিবসটি পালিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১০ টায়
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসের কর্মসূচির উদ্বোধন করবেন। দিবসটি
উপলক্ষে দেশজুড়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে শোভাযাত্রা, আলোচনাসহ বিভিন্ন
কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিকে
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পৃথকভাবে বাণী দিয়েছেন। বাণীতে তারা দিবসটি উপলক্ষে নেয়া সার্বিক কর্মসূচির
সাফল্য কামনা করেন।