অনলাইন ডেস্কঃ হবিগঞ্জের মাধবপুর উপজেরার রতনপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো জসিম উদ্দিন মান্নান ওরফে সোহেল, মমিন মিয়া, ওয়াসিম, রিপন ও শাহজাহান ওরফে শাহ আলম।
মাধবপুর
থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর রাতে গোপন
সুত্রে খবরের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর এলাকায় ব্রীজের কাছে বসে
ডাকাতির প্রস্তুতিকালে জনতার সহযোগীতায় ওই ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর সহ বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে।