কুলাউড়া শহরে যানজট নিরসনে ৬টি সিদ্ধান্ত গ্রহণ

কুলাউড়া শহরে যানজট নিরসনে ৬টি সিদ্ধান্ত গ্রহণ
শাকির আহমদ: কুলাউড়ার দীর্ঘদিনের জনদূর্ভোগের অপর নাম শহরের যানজট। শহরকে যানজট মুক্ত করতে ৬ টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে কুলাউড়া উপজেলা পরিষদ। আর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কুলাউড়ার বিভিন্ন বাস, পিকআপ, সিএনজি অটোরিক্সা ড্রাইভার-মালিক সমিতি, ব্যবসায়ী সমিতিসহ সাধারণ জনগণ।

রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেনীপেশার দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম লিখিত এই সিদ্ধান্ত পড়ে শোনান।

সিদ্ধান্তগুলো হলো: 
১. শহরের দক্ষিণবাজারস্থ মৌলভীবাজার বাস স্ট্যান্ডের নির্ধারিত স্থানে যাত্রী উঠানামা করবে, প্রধান সড়কে উঠামাত্র কোন যাত্রী তোলা কিংবা নামানো যাবে না। 
২. বাসস্ট্যান্ডের সম্মুখ সড়কে সিএনজি অটোরিক্সায় মৌলভীবাজারের কোন যাত্রী তুলবে না। 
৩. সকাল ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত শহরে কোন ট্রাক বা অন্য পন্যবাহী গাড়ী লোড কিংবা আনলোড করবে না। 
৪. ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ীর লাইসেন্সবিহীন কোন গাড়ী চলবে না। 
৫. শহরের প্রত্যেক সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে ৩ টির বেশী গাড়ী থাকবে না। 
৬. শহরের প্রধান সড়কের পাশর্^বর্তী সকল হকার উচ্ছেদ করতে হবে।

এছাড়াও সড়ক দূর্ঘটনা এড়াতে ও গাড়ি চালকদের সচেতনতা বৃদ্ধিতে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃক এক প্রশিক্ষণ কর্মশালা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, পৌর মেয়র শফি আলম ইউনুস, কুলাউড়া ব্যবসায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, জেলা শ্রমীকলীগের যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিণয় ভূষণ রায়, বরমচাল ইউপি চেয়ারম্যান আব্দুল আহবাব চেীধুরী, কাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান সালাম, হাজিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, জেলা পরিবহণ বাস মালিক সমিতির সভাপতি আনছার মিয়া, বিএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সমাজসেবক অরবিন্দু ঘোষ বিন্দু, উপজেলা পরিবহণ শ্রমিক নেতা আকুল মিয়া, শোয়াবুর রহমান, জালাল আহমদ প্রমুখ। এসময় সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও পরিবহণ শ্রমিক নেতারা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post