মহাকাশচারী হচ্ছেন আমির খান !

মহাকাশচারী হচ্ছেন আমির খান !
বিনোদন ডেস্কঃ এবার মহাকাশচারীর ভূমিকায় দেখা যাবে মি. পারফেকশনিষ্ট আমির খানকে। সূত্রের খবর, ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মাকে নিয়ে সিনেমা হতে যাচ্ছে। আর সেই সিনেমায় রাকেশের ভূমিকায় অভিনয় করবেন আমির।
ছবির প্রডিউসর প্রাক্তন ইউটিভি হনচো রনি ক্রিউভালার নতুন প্রোডাকশন কোম্পানি আরএসভিপি।
আমিরকে কেন ভাবা হল? তার প্রধান কারণ হল, আমিরই একমাত্র স্টার, যিনি শুধুমাত্র পয়সা রোজগার করার জন্য ফিল্মি ময়দানে নামেনি। তার উপর রয়েছে আলাদা বিশ্বাস। এটাই তার ট্রেডমার্ক। আমিরের ফ্যানেরাও মুখিয়ে থাকে, তার পরের ছবিটা কবে আসছে সে জন্য।
এর আগে দঙ্গলের মতো বায়োপিক সিনেমাতে কাজ করেছেন পারফেকশনিষ্ট। এবার মহাকাশে প্রথম ভারতীয় হিসেবে পাড়ি দেওয়া রাকেশ শর্মার বায়োপিকে কাজ করতে চলেছেন আমির খান।
ছবিটি রিলিজ হবে ২০১৮ সালে। ছবিটি পরিচালনা করবেন ভোপাল এক্সপ্রেস(১৯৯৯) ছবির পরিচালক মাহেশ মাঠাই।

Post a Comment

Previous Post Next Post