অনলাইন ডেস্কঃ
রাজশাহী বিশ্বদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষিকা আকতার
জাহান জলির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫ টার দিকে
বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের ৩০৩ নম্বর কক্ষ থেকে তার লাশটি উদ্ধার করা
হয়। শিক্ষিকা আকতার জাহান এ কক্ষেই থাকতেন।
রাজশাহী
মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মাহিরুল
ইসলাম জানান, বিকেল সোয়া পাঁচটার সময় নগরীর মতিহার থানা পুলিশ শিক্ষিকা
আকতার জাহানের লাশ জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর লাশটি ময়না তদন্তের জন্য
হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়। এটি হত্যা না আত্মহত্যা তা ময়না
তদন্তের পরই জানা যাবে বলে জানান এই চিকিৎসক।
রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি শাতিল সিরাজ জানান, গত দুই দিন ধরে শিক্ষিকা অকতার জাহান বিভাগে যাচ্ছিলেন না। এ সময়ের মধ্যে তার মুঠোফোনে বহুবার ফোন দেওয়া হলেও সেটি রিসিভ হয়নি। জুবেরি ভবনে তার কক্ষটিও ভেতর থেকে লাগানো ছিল। এ নিয়ে সন্দেহ দেখা দিলে মতিহার থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি শাতিল সিরাজ জানান, গত দুই দিন ধরে শিক্ষিকা অকতার জাহান বিভাগে যাচ্ছিলেন না। এ সময়ের মধ্যে তার মুঠোফোনে বহুবার ফোন দেওয়া হলেও সেটি রিসিভ হয়নি। জুবেরি ভবনে তার কক্ষটিও ভেতর থেকে লাগানো ছিল। এ নিয়ে সন্দেহ দেখা দিলে মতিহার থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
রাবির
প্রত্যক্ষদর্শী একজন শিক্ষক জানান, আকতার জাহানের লাশ তার বিছানার ওপর
ছিল। তার মুখে জখম রয়েছে। বিষয়টি রহস্যজনক। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের
শিক্ষক মশিহুর রহমান জানান, আকতার জাহানের ছেলে সুহাজ দুপুরে ফোন করে
গোলাম সাব্বির সাত্তার নামে ভূ-তত্ত ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপককে জানান,
'দুইদিন থেকে তার মা ফোন রিসিভ করছেন না।'
ওই
শিক্ষক বিকেলে খোঁজ নিতে গিয়ে দেখেন আকতার জাহানের কক্ষটি ভেতর থেকে
লাগানো। পরে পুলিশে খবর দেওয়া হলে ভেতরে ঢুকে দেখতে পান বিছানায় লাশটি পড়ে
আছে।
নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তবে লাশের ময়না তদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাবে না- কীভাবে তার মৃত্যু হয়েছে।’
নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তবে লাশের ময়না তদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাবে না- কীভাবে তার মৃত্যু হয়েছে।’
এদিকে
নিহত শিক্ষিকার সহকর্মীরা হাসপাতালে জানান, প্রায় এক বছর আগে স্বামী
তানভীর আহমেদের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে আকতার জাহানের। তার সাবেক স্বামী
তানভীর আহমেদও রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক। বিভাগের
সাবেক সভাপতি তানভীর আহমেদ দ্বিতীয় বিয়ে করে ক্যাম্পাসের আলাদা একটি
কোয়ার্টারে থাকেন। অন্যদিকে জুবেরি ভবনে একাই থাকতেন সহযোগী অধ্যাপক আকতার
জাহান। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি আর দ্বিতীয় বিয়ে করেননি।
