কুলাউড়ায় ট্রেনে কাটা পরে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

কুলাউড়ায় ট্রেনে কাটা পরে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
তারেক হাসান: মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে বুধবার (০৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে অজ্ঞাত বৃদ্ধের (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেটগামী পারাবত ট্রেন কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢুকার সময় অজ্ঞাত ঐ বৃদ্ধ স্টেশনে রেললাইনের উপর দিয়ে পারাপারের সময় ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে দুই পা শরীর থেকে আলাদা হয়ে যায়। পরে মূমূর্ষ অবস্থায় রেলওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে প্রেরন করলে বৃদ্ধের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্মরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বেলা ২টা ৪০ মিনিটের দিকে মারা যান তিনি। এ রিপোট লেখা পর্যন্ত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post