আবারো কমছে তেলের দাম!

আবারো কমছে তেলের দাম!
অনলাইন ডেস্কঃ আবারো জ্বালানি তেলের দাম কমার ইঙ্গিত মিলেছে সরকারের তরফ থেকে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে পেট্রল পাম্পে ভেজালবিরোধী অভিযানে এসে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমনই ইঙ্গিত দিয়েছেন।

মন্ত্রী জানান, আগামী মাসেই দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম কমিয়ে নতুন মূল্য কার্যকর করা হবে।

দেশব্যাপী তেলের পাম্পগুলোতে ভেজাল তেল বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী শাহবাগে একটি সরকারি পাম্পে অভিযান পরিচালনা করেন। এসময় বিভিন্ন ধরনের জ্বালানি তেল বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা করে অকটেনের গ্রেডে কিছুটা হেরফের ধরা পড়ে।

তৎক্ষণাৎ ওই পাম্পে দায়িত্বরতদের হুঁশিয়ার করে মন্ত্রী বলেন, কাল (৩০ সেপ্টেম্বর) থেকে পরবর্তী তিন মাস দেশের সব পাম্পে ভেজালবিরোধী অভিযান পরিচালিত হবে। ভেজাল তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হলে ডিলারশিপ বাতিল করা হবে।

Post a Comment

Previous Post Next Post