গুগলের ১৮ বছর

গুগলের ১৮ বছর
অনলাইন ডেস্কঃ জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ১৮ বছরে পা দিল। আজ জন্মদিন উপলক্ষে গুগল তার হোমপেইজে সারা বিশ্বে একটি অ্যানিমেটেড ওয়েব ব্রাউজার ডুডল প্রকাশ করেছে।

২৭ সেপ্টেম্বরকে গুগল ১৮তম জন্মদিন হিসেবে পালন করলেও এটা নিয়ে কিছুটা গরমিল রয়েছে। এর আগেও ভিন্ন ভিন্ন কয়েকটি তারিখে জন্মদিন পালন করেছে প্রতিষ্ঠানটি। ২০০৪ ও ২০০৫ সালে গুগলের জন্মদিন পালন করা হয় সেপ্টেম্বরের ৭ ও ৮ তারিখে। সেপ্টেম্বরের ২৬ তারিখেও পালন করা হয়েছে গুগলের জন্মদিন। কিন্তু ২০০৬ সাল থেকে ২৭ সেপ্টেম্বর পালন করা হয় গুগলের জন্মদিন।

উল্লেখ্য, ১৯৯৮ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হলের একটি রুমে বিশ্ববিদ্যালয়ের পিএইচডির দুই ছাত্র ল্যারি পেজ ও সার্গেই ব্রিনের হাত ধরে যাত্রা শুরু হয়েছিল গুগলের।

কিন্তু স্ট্যানফোর্ড কর্তৃপক্ষ তাদের এই কাজে ব্যাঘাত ঘটায়। কারণ, তাদের দুজনের কাজের জন্য পুরো বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডউইথ খরচ হয়ে যাচ্ছিল। এরপর বিশ্ববিদ্যালয়ের রুম ছেড়ে নিজেদের বাড়ির গ্যারেজে যাত্রা শুরু করে গুগল।

বর্তমানে বিশ্বের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে গুগল অন্যতম। ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ল্যারি পেজ ১২তম এবং সার্গেই ব্রিন ১৩তম।

Post a Comment

Previous Post Next Post