কাওছার,জবি:
তরুণ উদ্যোক্তাদের সংগঠন Youth School For Social Entrepreneurs (YSSE)
অতি শীঘ্রই জাতীয় পর্যায়ে কতিপয় ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে। YSSE এর
প্রতিষ্ঠাতা এবং সভাপতি জনাব, শেখ মোহাম্মদ ইউসুফ হোসাইন বলেন, "দেশের এক
তৃতীয়াংশ তরুণের চাকুরী প্রদান একটি দেশের সরকারের পক্ষে কষ্টসাধ্য কিন্তু
তাদের উদ্যোক্তা হিসেবে যথাযথভাবে গড়ে তুলতে পারলে এই তারুণ্য শক্তি
বেকারত্বের কাছে মাথানিচু না করে এগিয়ে নিয়ে যাবে দেশকে উন্নয়নের
সোপানে।তরুণ উদ্যোক্তা তৈরি করতে কাজ করে যাচ্ছে YSSE ; এরই ধারাবাহিতায়
জাতীয় পর্যায়ে ইভেন্টের আয়োজন করবো আমরা।"
ইতোপূর্বে,
আগত ইভেন্ট আয়োজনের লক্ষ্যে YSSE এর কার্যনির্বাহী কমিটি এবং তরুণ
সেচ্ছাসেবকদের নিয়ে ২৯ জুলাই এবং ৫ আগস্ট, ২০১৬ দুইটি মুক্ত আলোচনার আয়োজন
করে সংগঠনটি।