কুলাউড়ায় পিকআপভ্যান চাপায় কলেজ শিক্ষক নিহত

কুলাউড়ায় পিকআপভ্যান চাপায় কলেজ শিক্ষক নিহত
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধ পোনা মাছ পাচারকারী পিকআপভ্যানচাপায় মোটর সাইকেল চালক আশুতোষ  দেব (৫০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। নিহত আশুতোষ দেব ভাটেরা স্কুল এন্ড কলেজের রসায়ন বিভাগের শিক্ষক। এঘটনায় মোটরসাইকেল আরোহী ওই প্রতিষ্ঠানের ক্লার্ক ফজির আলী (৫৫) গুরুতর আহত হয়েছেন। ৩ আগস্ট বুধবার বেলা ৩টার দিকে উপজেলার কৌলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার ভাটেরা স্কুল এন্ড কলেজের শিক্ষক ও পৌর শহরের মাগুরা এলাকার বাসিন্দা আশুতোষ দেব এবং কলেজের ক্লার্ক ও ভাটেরা এলাকার বাসিন্দা ফজির আলী বুধবার দুপুরে মোটর সাইকেলযোগে ভাটেরা থেকে কুলাউড়ায় আসছিলেন। কুলাউড়া-ব্রাহ্মণবাজার সড়কের কৌলা এলাকায় আসলে এসময় বিপরীত দিক থেকে আসা মৌলভীবাজারগামী বেপরোয়া গতির একটি টাটা পিকআপভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে মোটর সাইকেল চালক আশুতোষ দেব ও তাঁর সাথে থাকা ফজির আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মঈন উদ্দিন আলমগীর জানান, আহত দুইজনের পায়ে মারাত্মক জখম ও প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।
কুলাউড়ায় পিকআপভ্যান চাপায় কলেজ শিক্ষক নিহত আহতদের পরিবহনকারী অ্যাম্বুল্যান্স চালক গৌরা দেব ও সুলতান আহমদ মোবাইলে জানান, বিকেল সোয়া পাঁচটায় সিলেট নিয়ে যাওয়ার পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা আশুতোষ দেবকে মৃত ঘোষণা করেন এবং ফজির আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের স্বজন নির্মাল্য মিত্র সুমন আশুতোষ দেবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘাতক লাল রঙের টাটা পিকআপভ্যানটিতে ড্রাম ভর্তি পোনা মাছ ছিল। গাড়িতে অবৈধ পোনা মাছ থাকায় পিকআপভ্যানটি বেপরোয়া গতিতে তাদেরকে চাপা দিয়ে চলে যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পিকআপভ্যানটির বিষয়ে আমি খোঁজ নিয়ে দেখবো’।

Post a Comment

Previous Post Next Post