কুলাউড়ায় মদসহ আটক ১

কুলাউড়ায় মদসহ আটক ১
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের  কুলাউড়ায় ১৭ বোতল মদসহ মেরলীন খাসিয়া (২০) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে উপজেলার  কর্মধার  বালাইমা পুঞ্জি রাঙ্গিছড়ার মৃত মালকী সুমের ছেলে। সোমবার বিকালে তাকে আটক করা হয়।
জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আবু আল মামুন সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া বাজার এলাকায় জনৈক মঞ্জু নাইডো এর চা দোকানের দক্ষিন পাশের বলাইমা পুঞ্জির রাস্তা হইতে মাদক ব্যবসায়ী হাতে থাকা একটি ছাই কালারের স্কুল ব্যাগের ভিতরে ১৭(সতের) বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করেন।

Post a Comment

Previous Post Next Post