অনলাইন ডেস্কঃ পথে-ঘাটে
নারীদের প্রায়ই পুরুষের অশালীন দৃষ্টির সামনে পড়তে হয়। কেউ কেউ প্রতিবাদ
জানালেও অধিকাংশ নারীই তা নীরবে সহ্য করে চলে যান। তবে এবার হয়তো তারা এমন
থেকে মুক্তির একটা উপায় পাচ্ছেন।
ভারতের
কেরালা অঙ্গরাজ্যের আবগারি কমিশনার ঋষিরাজ সিং জানিয়েছেন, এবার থেকে যদি
কোনো পুরুষ ১৪ সেকেন্ড অশালীনভাবে কোন নারীর দিকে তাকিয়ে থাকেন, তবে তার
কারাদণ্ড অনিবার্য। কমিশনারের বক্তব্যের পেছনে সদিচ্ছা থাকলেও উক্তিটি
রীতিমতো ঝড় তুলেছে রাজ্যে।
রাজ্যের
ক্রীড়ামন্ত্রী এস পি জয় রাজন সরব হয়েছেন সিংয়ের সমালোচনায়। তার মতে,
ঋষিরাজের এই উক্তি আসলে কুরুচির নামান্তর। তা ছাড়া তিনি নাক গলাচ্ছেন এমন
প্রশাসনিক বিষয়ে যা নিয়ে তার কথা বলার এখতিয়ার নেই। যে আইন দেশে নেই, তার
নাম করে বিভ্রান্তি প্রচারের চেষ্টা করেছেন সিং।
এদিকে,
কেরালার এই কর্মকর্তা যে এ বছরই প্রথম সরকারি সমালোচনার মুখে পড়লেন তা নয়।
এর আগে ২০১৫ সালে এক অনুষ্ঠানে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ
চেন্নিথালাকে স্যালুট জানাতে অস্বীকার করে এক দফা বিতর্ক সৃষ্টি করেছিলেন
তিনি।