অনলাইন ডেস্কঃ
পাবনার হেমায়েতপুরে ৫ বছরের এক শিশুকে গলায় সূচ বিদ্ধ ও শ্বাসরোধ করে
হত্যার অভিযোগে শিশুটির বাবা সাইফুল ইসলাম, সৎ মা আরজিনা খাতুন, তিন চাচিসহ
ছয়জনকে আটক করেছে পুলিশ।
রবিবার
সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত শিশু শিহাব
উদ্দিন সিয়াম (৫) হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের সাইফুল ইসলামের
ছেলে।
পাবনা
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসান প্রতিবেশীদের বরাত
দিয়ে বলেন, সাইফুল ইসলাম প্রথম স্ত্রী শিহাবের মাকে কয়েক মাস পূর্বে তালাক
দিয়ে নতুন একটি বিয়ে করে। সন্তান শিহাব তাদের বাবা ও সৎ মায়ের কাছেই ছিল।
আজ সন্ধ্যায় সৎ মা কয়েকজনকে সাথে নিয়ে শিশুটির গলায় সূচবিদ্ধ ও শ্বাসরোধ
করে হত্যা করে। বিষয়টি জানাজানি হলে তারা অন্যের উপর দোষ দেওয়ার চেষ্টা
চালায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত শিশু শিহাবের মৃতদেহ উদ্ধার
করে থানায় নিয়ে আসে। এ সময় পুলিশ শিশু শিহাবের বাবা সাইফুল ইসলাম, সৎ মা ও
তিন চাচীসহ ছয়