স্টাফ রিপোর্টারঃ ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আলিনগর বিওপি হতে একটি বিশেষ টহল দল
নাঃ সুবেঃ মোঃ দাইমুল ইসলামের নেতৃত্বে ২৪ আগস্ট অভিযান চালিয়ে কুলাউড়া
উপজেলার অন্তর্গত উত্তর রাজনগর নামক স্থান হতে ২৫,০০০ টি নাসির পাতার বিড়ি ও
০১ টি অতিরিক্ত চাকাসহ ০১ টি সিএনজি আটক করতে সক্ষম হয়। আটককৃত বিড়ি,
অতিরিক্ত চাকা ও সিএনজির সিজার মূল্য ১০,৬০,০০০/- (দশ লক্ষ ষাট হাজার টাকা
মাত্র), যা শমসেরনগর শুল্ক অফিসে জমা করার প্রক্রিয়ায় আছে।
