স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের অবহেলার কারণে ভাটেরা স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক আশুতোষ দেব মৃত্যুবরণ করেছেন এবং ঐ কলেজের অফিস সহকারি আহত ফজলুল করিম ফজিরকে দেওয়া হয়নি সঠিক চিকিৎসা। উভয় পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ পাওয়ার পর ক্ষোভে ফুসে্ ওঠেছে কুলাউড়াবাসী। কুলাউড়া হাসপাতাল কতৃপক্ষের অব্যবস্থাপনা, অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে আন্দোলনে যাচ্ছে কুলাউড়াবাসী। হাসপাতাল কর্তৃপক্ষের অমানবিক আচরণ, সীমাহীন অনিয়ম, অব্যবস্থাপনা, দূর্নীতির বিরুদ্ধে “আমরা কুলাউড়াবাসী” এর ব্যানারে আগামী ১৭ আগস্ট বুধবার সকাল ১১টায় কুলাউড়া হাসপাতালের সম্মুখে মানববন্ধন কর্মসূচী পালন করা হবে। এই অনিয়ম, অব্যবস্থাপনা, দূর্নীতি বন্ধে এবং আশুতোষ দেব ও ফজলুল করিমের চিকিৎসায় গাফিলতির কারণে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও), আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)সহ সংশ্লিষ্টদের বিচারের দাবিতে এই মানববন্ধন কর্মসূচী পালিত হবে। একই দাবিতে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করা হবে।
গত ১২ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭টায় কুলাউড়ার সংলাপ পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রবীন রাজনীতিবিদ জাসদ কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সংলাপ পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যাপক সিপার উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত থেকে মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য সজল, নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, পৌর জাসদের সাধারণ সম্পাদক শফিক মিয়া আফিয়ান, সীমান্তের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার মুক্তাদির হোসেন, সাপ্তাহিক হাকালুকির নির্বাহী সম্পাদক আতিকুর রহমান আখই, সংলাপের সমন্বয়কারী মইনুল ইসলাম সবুজ, সিপিএর সাধারণ সম্পাদক রফি আহমদ তানিম ও সংবাদকর্মী শাকিল সিদ্দিকী খালেদ।
এসময় উপস্থিত ছিলেন মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, চৌধুরীবাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবু আইয়ুব আনসারী, ব্যবসায়ী সমিতির সাবেক কোষাধ্যক্ষ মাও. আব্দুল ওয়াহিদ, ব্যবসায়ী সমিতির বর্তমান কোষাধ্যক্ষ হাফিজ বদরুল হোসেন, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আমিনুর রহমান, ফরহাদ আহমদ, জেলা কৃষকলীগের সদস্য আব্দুল মুক্তাদির, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি আব্দুল কুদ্দুস, সিপিএর সভাপতি কামরুল বখস্, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এহসান আহমদ টিপু, সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমদ, ইউনাইটেড রয়েলস্ ক্লাবের সভাপতি মাহফুজ শাকিল, উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি মো. জাকির হোসেন, মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মুর্শেদ আলম, সাধারণ সম্পাদক সামছুউদ্দিন বাবু, মানবঠিকানার সাহিত্য সম্পাদক শহীদুল ইসলাম তনয়, স্টাফ রিপোর্টার সৈয়দ আশফাক তানভীর, পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুল মোহিত সুমন, ফুটবল ধারাভাস্যকার আব্দুল্লাহ আল মনি, ইটালী প্রবাসী ফরহাদ খান, ব্যবসায়ী সমিতির ২নং ওয়ার্ড সদস্য জাবেদ মাহমুদ, উপজেলা ছাত্রলীগ নেতা আবু সায়হাম রুমেল, সংগঠক মাসুদুল ইসলাম সানজু, ছাত্রলীগ নেতা খন্দকার আব্দুল আলীম, জসিম উদ্দিন, সাংবাদিক সুমন আহমদ, ইউসুফ আহমদ ইমন, আমিনুল ইসলাম দিদার প্রমুখ।
উল্লেখ্য, গত ৩ আগস্ট মোটরসাইকেল যোগে ভাটেরা থেকে কুলাউড়া আসার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ভাটেরা স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক আশুতোষ দেব ও অফিস সহকারি ফজলুল করিম ফজির আহত হওয়ার পর তাদেরকে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে কোন রকম চিকিৎসা ছাড়া তাদেরকে হাসপাতালের বারান্দায় ২০ মিনিট পড়ে থাকতে হয়। তারপর দায়সারা চিকিৎসা দিয়ে তাদেরকে সিলেট রেফার্ড করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তিনি পথিমধ্যেই মৃত্যুবরণ করেন। অপরদিকে একই কলেজের অফিস সহকারি ফজলুল করিম ফজির বর্তমানে ঢাকা গ্রীণ লাইফ হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।