সাংসদের গ্রামের রাস্তায় অবৈধ সড়ক বাতি শীর্ষক সংবাদের সাথে এলাকাবাসীর ভিন্নমত

সাংসদের গ্রামের রাস্তায় অবৈধ সড়ক বাতি শীর্ষক সংবাদের সাথে এলাকাবাসীর ভিন্নমত
গত ২৩ আগষ্ট প্রথম আলো, ২২ আগষ্ট যুগান্তর পত্রিকায় কুলাউড়ায় সাংসদের গ্রামের রাস্তায় অবৈধ সড়ক বাতি শীর্ষক সংবাদটি আমরা নিম্ন স্বাক্ষরকারীবৃন্দের দৃষ্টি আকর্ষন হয়েছে। ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে খবরটি প্রচার করা হয়েছে। যাহা তদন্ত করলে প্রমানিত হবে। সংবাদে স্থানীয় এমপির বাড়ির রাস্তায় এমপির ভাতিজা আব্দুল হাদি কর্তৃক অবৈধভাবে সড়কবাতির লাগানো হয়েছে উল্লেখ করা হলেও সড়কবাতিগুলি আমরা এলাকাবাসী নিজ নিজ বাড়ির সামনে নিজ উদ্যোগে মিটার থেকে সংযোগ নিয়ে সড়ক বাতি স্থাপন করেছি। কোন ব্যাক্তি বিশেষের বাড়িতে নয় এমনকি কোন ব্যক্তি বিশেষের একক উদ্যোগে নয়। খবরে সংসদ সদস্যের বাড়ির রাস্তা উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে স্থানীয় সাংসদ বিগত ২০ বছর থেকে কুলাউড়া শহরে বসবাস করছেন। এমনকি সংবাদে লিখা হয়েছে তিনি নাকি বৈদ্যুতিক সরঞ্জাম কিনার জন্য বরাদ্ধ দিয়েছেন তা সম্পূর্ন ভিত্তিহীন মিথ্যে বানোয়াট তথ্য। আমরা গ্রামবাসী যেখানে নিজের অর্থ দিয়ে নিজের মিটারে কানেকশন দিয়ে সড়কবাতি স্থাপন করলাম,সেখানে একটি মহল আমাদের এমপি মহোদয় জনাব মো:আব্দুল মতিন সাহেবের মানহানি ঘটানোর জন্য সাংবাদিকদেরকে ভুয়া তথ্য দিয়ে মানহানিকর,মিথ্যে বানোয়াট সংবাদ পরিবেশন করিয়েছে। এতে আমরা গিয়াসনগর, কামারকান্দি ,লামাগাও এলাকার লোকজন ব্যতিত এবং মর্মাহত হয়েছি। আমরা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। এলাকাবাসীর পক্ষে মো:আব্দুস শহীদ, মৌলানা আব্দুল ওয়াহিদ,আতাউর রহমান,এনামুল হক মিফতা ,নজির মিয়া,রুস্তুম মিয়া,দেলওয়ার হোসেন,আনিছুর রহমান পিপুল,নিজাম উদ্দিন জাবেদ,মীর আব্দুর রহিম,সাহেদ উদ্দিন মান্না ,মন্তর মিয়া,দেলোয়ার হোসেন ,মজিদ খান,বাদশাহ মিয়া। #বিজ্ঞপ্তি

Post a Comment

Previous Post Next Post