এম শাহবান রশীদ চৌধুরীঃ কুলাউড়া থানা পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে পৌর শহরের শিবির এলাকার রেলক্রসিং থেকে একটি প্রাইভেট কার ১৪০ লিটার মদসহ তিনজনকে আটক করেছে। এসময় তাদের বহনকৃত প্রাইভেট কার (ঢাকা মেট্রো ক ০৩-৮৯৩১) জব্দ করা হয়।
আটকৃতরা হচ্ছে- উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলিছড়া চা বাগানের মৃত মালোয়া পাসির ছেলে বিশ্বনাথ পাসি (৩৫), একই বাগানের অনিল নেপালীর ছেলে বাদল (২৫), জেলার রাজনগর চা বাগানের মৃত বিশ্বনাথের ছেলে কাঞ্চণ তালুয়ার (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি (তদন্ত) বিনয় ভূষন রায়ের নেতৃত্বে এসআই জহিরুল ইসলাম, এসআই আনোয়ার হোসেন, এএসআই মহিন উদ্দিন এক বিশেষ অভিযান পরিচালনা করে কুলাউড়ার বিজয়া এলাকা থেকে পৌর শহরের দিকে আসার সময় শিবির এলাকায় তাদের আটক করা হয়। এসময় মদ বহনকারী প্রাইভেট কারও আটক হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম আটকের ঘটনা নিশ্চিত করেছেন।
আটকৃতরা হচ্ছে- উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলিছড়া চা বাগানের মৃত মালোয়া পাসির ছেলে বিশ্বনাথ পাসি (৩৫), একই বাগানের অনিল নেপালীর ছেলে বাদল (২৫), জেলার রাজনগর চা বাগানের মৃত বিশ্বনাথের ছেলে কাঞ্চণ তালুয়ার (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি (তদন্ত) বিনয় ভূষন রায়ের নেতৃত্বে এসআই জহিরুল ইসলাম, এসআই আনোয়ার হোসেন, এএসআই মহিন উদ্দিন এক বিশেষ অভিযান পরিচালনা করে কুলাউড়ার বিজয়া এলাকা থেকে পৌর শহরের দিকে আসার সময় শিবির এলাকায় তাদের আটক করা হয়। এসময় মদ বহনকারী প্রাইভেট কারও আটক হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম আটকের ঘটনা নিশ্চিত করেছেন।