অনলাইন ডেস্কঃ বিভিন্ন সময়ে বাংলাদেশে বিদেশি নাগরিক হত্যার পর যুক্তরাষ্ট্রে তদন্তে বাংলাদেশকে সহায়তা জানানোর আহবানের মত এবার যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি খুনের ঘটনার তদন্তে সহযোগিতা করতে সেদেশের সরকারকে আগ্রহ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
যুক্তরাষ্ট্র চাইলে এই সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ সদর দফতরের ডিআইজি (অপরাধ) হুমায়ুন কবির।
হুমায়ুন কবির বলেন, ‘যেহেতু ঘটনাটি যুক্তরাষ্ট্রে, তাই ওই দেশের পুলিশই ঘটনা তদন্ত করবে। তবে তারা কোনও সহযোগিতা চাইলে আমরা করব।’ বাংলাদেশের কেউ এর সঙ্গে জড়িত আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের তথ্য পাওয়া গেলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।’ বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখাশোনা করছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শনিবার নিউ ইয়র্কে দুর্বত্তের গুলিতে নিহত হয় দুই বাংলাদেশি। এদের একজন মাওলানা আলাউদ্দিন আখঞ্জি (৫৫)। তিনি ওজোন পার্ক এলাকার আল-ফোরকান জামে মসজিদের ইমাম ছিলেন। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। আরেকজন তার বন্ধু তারা মিয়া (৬৪)। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জের জাঙ্গালহাটা গ্রামে।
এদিকে সোমবার নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, দুই বাংলাদেশি হত্যার ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে জোড়াখুনের অভিযোগ গঠন করা হয়েছে। আটক ওই ব্যক্তির নাম অস্কার মোরেল (৩৫)। তিনি ব্রুকলিনের বাসিন্দা। রবিবার রাতে মোরেলকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।