বিনোদন ডেস্কঃ
নন্দিত গীতিকার ও কাহিনিকার মোহাম্মদ রফিকউজ্জামান গুরুতর অসুস্থ হয়ে
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন। তার পরিবার সূত্রে জানা গেছে,
তাকে সিসিইউতে রাখা হয়েছে। সেখানেই চলছে নিবিড় পরিচর্যা। আজ মঙ্গলবার (২৩
আগস্ট) সকালে তার হার্টে রিং পরানো হয়েছে।
জানা
গেছে, হঠাৎ করে অসুস্থবোধ করলে গীতিকার রফিকউজ্জামান ঢাকার মিরপুরে জাতীয়
হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে
স্থানান্তর করা হয়েছে।
ইব্রাহিম
কার্ডিয়াক হাসপাতালে সিসিইউতে ডা. রশীদের তত্ত্বাবধানে রফিকউজ্জামানের
চিকিৎসা চলছে। পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।
রফিকউজ্জামান
দীর্ঘদিন ধরে গান ও চলচ্চিত্রের কাহিনি লেখার সঙ্গে জড়িত। তার লেখা অসংখ্য
গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সে তালিকায় আছে ‘ভালবাসা যত বড় জীবন তত বড় নয়’,
‘সেই রেল লাইনের ধারে’, ‘তোমার হাত পাখার বাতাসে’, ‘রিটার্ন টিকিট’
ইত্যাদি।
রফিকউজ্জামানের
লেখা গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, অ্যান্ড্রু কিশোর,
সৈয়দ আব্দুল হাদি, মাহমুদুন নবী, আব্দুল জব্বার, সুবির নন্দী, সামিনা
চৌধুরী সহ অনেকে।
রফিকউজ্জামান শ্রেষ্ঠ গীতিকার ও কাহিনিকার হিসেবে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
