কুলাউড়ায় বৃদ্ধের লাশ উদ্ধার

কুলাউড়ায় বৃদ্ধের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় ব্রীজের নিচ থেকে গনু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । গতকাল ২০ আগস্ট শনিবার দুপুরে উপজেলার ব্রাহ্মণবাজার থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়. উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজীয়া গ্রামের মৃত রোমন মিয়ার পুত্র গণু মিয়া গত শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। শনিবার ভোরে ব্রাহ্মণবাজার এলাকার আখালিছড়ায় এক ব্যাক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কুলাউড়া থানার এস আই কানাই লাল চক্রবর্তী জানান, সুরহতালকালে তার দেহে কোন অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। আইন অনুযায়ী লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Post a Comment

Previous Post Next Post