ছুটি কাটাতে গিয়ে সাকিবের সেলফি!

ছুটি কাটাতে গিয়ে সাকিবের সেলফি!
স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান দ্বীপুঞ্জে সিপিএলে জয় করে শুক্রবারই দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। এরপর শনিবার রাতেই ছুটি কাটাতে স্ত্রী-কন্যাকে নিয়ে মালদ্বীপে উড়ে গেলেন সাকিব আল হাসান। চারদিনের ছুটি কাটানোর কথা সেখানে। এরপর ফিরে আসবেন দেশে এবং যোগ দেবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে চলমান জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে।
তার আগে মালদ্বীপে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন সাকিব আল হাসান। স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং কন্যা আলাইনা হাসান অব্রিকে নিয়ে তুলছেন সেলফি। নানা ভঙ্গিতে তোলা সেই ছবি সাকিব এবং তার স্ত্রী আপলোড করছেন ফটোশেয়ারিং মাধ্যম ইনস্টাগ্রামে। সেখান থেকে শেয়ার করছেন টুইটারেও।
ছুটি কাটাতে গিয়ে সাকিবের সেলফি!
আগেরদিনই দেখা গিয়েছিল একটি গলফ কোর্সে গিয়ে স্ত্রী-কন্যাকে নিয়ে সেলফি তুলেছেন সাকিব। এরপর আজ দেখা গেলো সমূদ্রের কুলে কোন রিসোর্টে। যেখানে পানিতে সাঁতারও কাটছেন। আবার পানীয়ও নিচ্ছেন। সঙ্গে স্ত্রী উম্মে আহমেদ শিশির। সেই রিসোর্টেই কন্যাকে নিয়ে তোলা আরেকটি ছবি সাকিব পোস্ট করেছেন তার টুইটার পেজে।

Post a Comment

Previous Post Next Post