হিফজুর রহমান তুহিন: কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে৷ ১৯শে আগস্ট শুক্রবার বিকাল ৫:০০ ঘটিকায় এবি সি বিল্ডিং শমসেরনগরস্থ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম চৌধুরী সভাপতিত্বে, সদস্য সচিব এইচ এম আব্দুল বাছিত খানের পরিচালনায় সাধারণ সভা অনুষ্টিত হয়৷
সভায় সর্বসম্মতি ক্রমে কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়। দৈনিক খোলা কাগজ এর জেলা প্রতিনিধি শাহ আলম চৌধুরী সভাপতি, ডেইলীঢাকানিউজ.কম এর জেলা প্রতিনিধি এইচ এম আব্দুল বাছিত খান সহ- সভাপতি ও কমলকুঁড়ি স্টাপ রিপোর্টাস হোসেন জুবায়ের সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন নিউজ দেশবাংলা'র প্রকাশক ও সম্পাদক সুহেল রানা সুমন, নিউজদেশবাংলা'র নির্বাহী সম্পাদক আকমল বিন সিরাজ, রাজশাহী নিউজ.কম এর জেলা প্রতিনিধি হিফজুর রহমান তুহিন,এস এন,বার্তা সম্পাদক মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিক্ষণ উপজেলা প্রতিনিধি মো: সুমন আহমদ, কমলগঞ্জ বার্তা স্টাপ রিপোর্টাস এনামুল হোসেন, ডেইলিঢাকানিউজের জেলা ফটো সাংবাদিক আলাল আহমেদ, নিউজ দেশ বাংলা'র স্টাপ রির্পোটার্স খালেদ জামান সায়েদ সহ প্রমুখ।