কুলাউড়ার প্রবীন শিক্ষক গফুর মাষ্টারের দাফন আজ

কুলাউড়ার প্রবীন শিক্ষক গফুর মাষ্টারের দাফন আজ
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলা শহরের সাদেকপুর রোড নিবাসী প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী মোঃ আব্দুল গফুর এর নামাজে জানাযা আজ ২৩ আগস্ট মঙ্গলবার বাদ জোহর উপজেলা মসজিদে ও বাদ আছর তার গ্রামের বাড়ী কাদিপুর ইউনিয়নের কৌলারশী গ্রামে ২য় জানাযা শেষে তাকে দাফন করা হবে। গত রোববার দিবাগত রাত ন’টায় বার্ধ্যক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি আমেরিকা প্রবাসী ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সদালাপী, বন্ধুভাবাপন্ন, নিরহংকার শিক্ষক গফুর মাষ্টারের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মী, গুনগ্রাহী ছাত্র ও এলাকাবাসী একনজর দেখার জন্য তার বাসায় ভিড় জমায়।

Post a Comment

Previous Post Next Post