এক মাস সিয়াম সাধনার পর অনাবিল উৎসব, সীমাহীন আনন্দের দিন ঈদ-উল-ফিতর। দুঃখ-কষ্ট, বেদনা সব ভুলে ঈদের দিনে মুসলমান মাত্রই পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলিত হওয়াই ঈদ। ঈদ ধনী-গরিবের নির্মল আনন্দ ও পুণ্যের এক দুর্লভ অনুভূতি যা ভাগাভাগি করলে ক্রমশ বৃদ্ধি পায়। ঈদের নতুন চাঁদ দেখামাত্রই রেডিও-টিভি ও পাড়া-মহল্লার মসজিদের মাইকে ঘোষিত হয় খুশির বার্তা ‘ঈদ মোবারক’। সেইসঙ্গে চারদিকে শোনা যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত রোজার ঈদের গান : ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ... সকল দুঃখ-যাতনা ও বৈষম্য-বঞ্চনা ভূলে গিয়ে একটুখানি আনন্দ, সহযোগিতা, সহমর্মিতা ও সম্প্রীতির নজির সৃষ্টি করতে পারে। পৃথিবীতে মানবতার ঐক্য-ভ্রাতৃত্ব, শান্তি-সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ়তর হোক! ঈদের দিনের মতো হোক প্রতিটি দিন অপার আনন্দে ডুবে থাকুক সবাই। দেশ ও বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদ মোবারক !
সাইদুল হাসান সিপন
কুলাউড়া প্রতিনিধি- দৈনিক সকালের খবর।
স্টাফ রিপোর্টার- সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ।
সহ সাংগঠনিক সম্পাদক- বাংলাদেশ মানবাধিকার কমিশন, কুলাউড়া উপজেলা শাখা।
সদস্য- কুলাউড়া প্রেসক্লাব।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক- বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুলাউড়া ইউনিট।
সিনিয়র যুগ্ন আহবায়ক- জাতিয় শ্রমিকলীগ, বরমচাল ইউনিয়ন শাখা , কুলাউড়া।
সদস্য সচিব-বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ, বরমচাল ইউনিয়ন শাখা, কুলাউড়া।
ট্যাগ »
সংবাদ বিজ্ঞপ্তি