ফেসবুকের ড্রোন দুর্গম এলাকায় ইন্টারনেট সেবা দেবে

ফেসবুকের ড্রোন দুর্গম এলাকায় ইন্টারনেট সেবা দেবে
অনলাইন ডেস্কঃ উন্নয়নশীল দেশের লাখ লাখ মানুষকে ইন্টারনেটের আওতায় আনতে চালকবিহীন বিশেষ বিমান তৈরি করছে ফেসবুক। যুক্তরাজ্যের সমারসেটের একটি কারখানায় নিজেদের প্রথম ড্রোনটি তৈরি করছে তারা। এটি একটি বিদ্যুৎ চালিত চালকবিহীন বা ড্রোন বিমান। সেটি আকাশে উড়ে উড়ে দুর্গম এলাকার মানুষদের ইন্টারনেট সেবা দেবে। ফেসবুকের বিমান নির্মাণের এই প্রজেক্টের নাম একুইলা। এখানে সৌরশক্তি চালিত একটি বিমান নির্মাণ করা হচ্ছে, যেটি মাসের পর মাস দুর্গম এলাকার আকাশে উড়তে পারবে। ফলে যেসব এলাকায় বিমানটি উড়বে, সেখানকার বাসিন্দারা এটি থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
দুইবছর আগে ব্রিটেনের একটি ড্রোন নির্মাণ প্রতিষ্ঠানকে কিনে নেয় ফেসবুক। সেই প্রতিষ্ঠানেই তৈরি হচ্ছে এই বিমান। প্রথম বিমানটির পরীক্ষা শেষ হয়েছে যেটি আকাশে ৯০ মিনিট উড়েছে। প্রজেক্টের প্রকৌশলী অ্যান্ডি কক্স বলছেন, আমাদের এখনো অনেক কাজ বাকি রয়েছে। কারণ এই বিমানটি আকাশে একটানা অন্তত তিনমাস উড়বে এবং অন্য কোন সিগন্যালে সমস্যা না করে ইন্টারনেট সেবা দেবে।

Post a Comment

Previous Post Next Post