অনলাইন ডেস্কঃ পাকিস্তানি মডেল কান্দিল বালোচের হত্যাকারী ভাইকে গুলি করে মারার আর্জি জানালেন তার বাবা আনোয়ার আজিম। তিনি বলেন, ‘‘আমার ছোট্ট মেয়েটাকে মেরেছে ও (ওয়াসিম)। আমি চাই, ওকে গুলি করে মারা হোক।’’ একই সঙ্গে বলেছেন, ‘‘ছেলেটা একটু পাগলাটে। কান্দিলকে নিয়ে বাঁকা মন্তব্য সহ্য করতে পারত না।’’
সম্প্রতি কান্দিলকে হত্যা করে তার ভাই ওয়াসিম। ওয়াসিমের দাবি, পরিবারের সম্মান বাঁচাতেই এই হত্যা। পাকিস্তানে এ ধরনের ঘটনা হর হামেশায় ঘটে। বেশির ভাগ ক্ষেত্রেই নিহতের পরিবার ক্ষমা করে দিলে আইনের ফাঁক গলে বেরিয়ে যায় খুনি।
তবে এবারের ঘটনা ব্যতিক্রমী। সাধারণ জনগণ তো বটেই হত্যাকারী ছেলের কড়া শাস্তি চায় কান্দিলের পরিবার। পরিবারের এমন সিদ্ধান্তের সঙ্গে সুর মিলিয়ে ওয়াসিমের বিরুদ্ধে মামলা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব প্রদেশ সরকার।
গত ১৫ জুলাই মুলতানে নিজের বাড়িতেই কান্দিলকে হত্যা করে ওয়াসিম। তদন্তকারীদের দাবি, হত্যার আগে মাদক জাতীয় কিছু খাওয়ানো হয়েছিল কান্দিলকে। কিন্তু একই বাড়িতে থেকেও কেন টের পেলেন না পরিবারের অন্যেরা? এই বিষয়ে শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন বালোচের মা।
তিনি জানান, ‘‘সে দিন রাতে আমরাও বাড়িতে ছিলাম। কিন্তু কিছুই টের পাইনি। দুধের মধ্যে এমন কিছু মেশানো হয়েছিল যাতে হুঁশ ছিল না কারোর।’’
‘পাকিস্তানের কিম কার্দাশিয়ান’ বলে পরিচিত এই মডেল বরাবরই চেয়েছিলেন পাকিস্তানের রক্ষণশীল সমাজের বেড়া ভেঙে ফেলতে। নিজের মতো করে বাঁচতে। এবার তাঁরই মৃত্যুতে ঘাতক ভাইকে ক্ষমা না করে প্রচলিত নিয়মের বেড়া ভেঙে দিল কান্দিলের পরিবার।
ট্যাগ »
Latest News
