স্পোর্টস ডেস্কঃ অনিল কুম্বলের কোচ হওয়ায় খুশি গম্ভীর। বলেন, ‘কুম্বলের নিয়োগ
পাওয়াটা মোটেও আশ্চর্যের ছিল না। কোচ হওয়ার জন্য যারা আবেদন করেছেন
তারমধ্যে কুম্বলেই সেরা প্রার্থী।’ অন্যদিকে ভারত ক্রিকেট দলের কোচ না হতে পেরে বেজায় চটেছেন রবি শাস্ত্রী। তিনি নিয়োগ কমিটির সদস্য সৌরভ গাঙ্গুলিকে দুষেছেন। সৌরভের চালে শাস্ত্রী ভারতের কোচ হতে পারেননি বলে অভিযোগ তার। শাস্ত্রীর এমন মন্তব্যের পর অনেক সাবেক খেলোয়াড় তার সমালোচনা করেছেন। সৌরভ নিজেও জবাব দিয়ে পাল্টা তোপ ছুড়েছেন। সাবেক ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরও শাস্ত্রীর এক হাত নিয়েছেন। আর এবার রবি শাস্ত্রীর কঠোর সমালোচনা করলেন ভারতের ক্রিকেটার গৌতম গম্ভীর। কোচ নিয়োগে সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষণের সাক্ষাৎকার বোর্ডে সরাসরি হাজির হাননি শাস্ত্রী। আগের ১৮ মাস ভারত দলের টিক ডিরেক্টরের দায়িত্ব পালন করায় তিনি নয়া কোচ হওয়ার ব্যাপারে ছিলেন আত্মাবশ্বাসী। এতে সাক্ষাৎকারের সময় তিনি ছুটি কাটাতে ব্যাংককে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শাস্ত্রীর বদলে ভারতের কোচ হিসেবে নিয়োগ পান সাবেক স্পিনার অনিল কুম্বলে। আর কোচ না হতে পেরে নিজের হাতশা প্রকাশ করেন রবি শাস্ত্রী। সৌরভ গাঙ্গুলির প্রকাশ্য সমালোচনা করেন তিনি। তাবে শাস্ত্রীকে খোঁচা দিয়ে গৌতম গম্ভীর বলেন, ‘আমি তাকে একটা বিষয় জিজ্ঞেস করতে চাই। কী করেছেন আপনি? দেশের বাইরে একটি সিরিজও জিততে পেরেছেন আপনি? আপনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছেন। বাংলাদেশের মাটি থেকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছেন। শাস্ত্রী আসলে নিজেকে অন্য রকম মনে করেন। তিনি মনে করেন, ভারতের কোচ হওয়ার জন্য তিনিই সেরা।’