স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলাধীন জয়চন্ডী ইউনিয়নের দুর্গাপুর বাংলাবাড়ী নিবাসী বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রবকে (৬৮) মঙ্গলবার রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রব দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে অসুস্থ থাকাবস্থায় মঙ্গলবার দুপুরে ইন্তেকাল করেন। পরে ঐদিন বিকেল সাড়ে ৫টায় উপজেলা ও পুলিশ প্রশাসনের উপস্থিতে তাকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ ছেলে ও ২ মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। দুর্গাপুর ঈদগাহ মাঠে অনুষ্টিত জানাযায় এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন, উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাওঃ ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রেনু, সহসভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আহমদ, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আতাউর রহমান আতা, সহকারী কমান্ডার রজব আলী ও ফাতির আলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীরা অংশ গ্রহন করেন।