আমিন জাহানঃ কুলাউড়ার অন্যতম সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের পক্ষ থেকে আজ ০১ জুলাই শুক্রবার কুলাউড়া আলালপুর হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায় এতিম ছাত্রদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয়। জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও আজিজুল ইসলাম উজ্জ্বলের পরিচালনায় পোষাক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোশাক বিতরণ করেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জীবন বীমা কর্পোরেশন কুলাউড়া শাখার ইনচার্জ মাহফুজ আহমেদ মিঠু, ফয়জুর রহমান শাহিন, মোঃ সাহেদ আহমদ ও মোঃ রনি আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সোস্যাল কেয়ার অব নেশনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আনিসুল ইসলাম, সিনিয়র সদস্য- মোহাইমিনুল ইসলাম মাহিন, সোহেল আহমদ, এনায়েত মাহমুদ মাহি। সদস্য আশিকুল ইসলাম বাবু, ছায়েম আহমদ, শফিকুল ইসলাম আরিফ, সাজেদ আহমদ ও নাঈদ খান নয়ন প্রমুখ।