নিজস্ব প্রতিনিধিঃ স্পেনের বার্সেলোনায় বসবাসরত কুলাউড়া বাসীর সংগঠন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতালুনিয়ার উদ্যোগে গত ২৯ জুন, ২৪ রমজান বুধবার স্থানীয় আদিল রেষ্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। উক্ত ইফতার মাহফিলে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতালুনিয়ার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক শিপলু আহমদ নিয়াজী ও যুগ্ম সম্পাদক তুতিউর রহমান এর যৌথ সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বার্সেলোনা বিএনপির সভাপতি সফি আলম, সাধারণ সম্পাদক আজমল আলী, বিশিষ্ট ব্যবসায়ী হালিম আহমদ, বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি মাহারুল ইসলাম মিঠু, মিনহাজুল কোরআন জামে মসজিদের সভাপতি ইকবাল হোসেন, সুনামগঞ্জ কুলতুরাল এসোসিয়েশনের সভাপতি মনোয়ার পাশা, বাংলাদেশ সমিতির সহ সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান সহজ, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাস্কুল ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুহেল, মাদারিপুর সমিতির সভাপতি নুরুল ইসলাম, কমিউনিদাদ দে বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি ফটিক মিয়া, গোলাপগঞ্জ এসোসিয়েশনের সভাপতি আব্দুল জব্বার, শাহজালাল জামে মসজিদের সহ সভাপতি আব্দুল বাছিত কয়ছর প্রমুখ। এসোসিয়েশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কাদির, আফাজ জনি, আব্দুল মুমিন, রেজাউর রহমান রাজা, মুক্তাদির মুক্তি, কাওছার হাসান, আতাউর রহমান, রুহুল আমীন, ইছাক মিয়া প্রমুখ। উক্ত ইফতার মাহফিলে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণে এক দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ আব্দুল মজিদ।